খাগড়াছড়িতে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ব্যাংক ও আর্থিক ব্যবস্থাপনায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ।
বুধবার(০৩এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এ দিন মতবিনিময় সভায় আসন্ন ঈদ-উল-ফিতর সামনে রেখে ব্যাংক লেনদেনকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, জঙ্গি হামলা প্রতিরোধ বা প্রতিহত করার পূর্ব প্রস্তুতি হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশ এবং ব্যাংক কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশি কার্যক্রমের সাথে ব্যাংকের সমন্বয় করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ব্যাংক ভবনগুলোর নিরাপত্তায় নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা, ব্যাংকের ভিতরে লেনদেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং সর্বোপরি অনলাইন ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষার আওতায় নিয়ে আসা।
এ সভায় পুলিশ সুপার মুক্তা ধর বলেন,একটি দেশের অর্থনৈতিক স্তম্ভের মুল অংশের একটি ব্যাংকিং সেক্টর যেখানে সাধারন জনগন, ব্যবসায়ীরা তাদের কষ্টার্জিত অর্থ গচ্ছিতসহ লেনদেন করে থাকেন। আমাদের দেশে ঈদ সহ সকল বড় উৎসবকে কেন্দ্র করে একটি নাশকতাকারী ও অপরাধীরা সক্রিয় হয়ে এই ব্যাংকিং সেক্টরকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের অভিনব অপতৎপরতা চালায়। এই সময় ব্যাংক লুট, জাল টাকার বিস্তার, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম বৃদ্ধি পায়। তাই এমন ধরনের অপতৎপরতা রুখে দিতে ব্যাংকের ভিতর ও তার আশেপাশের সিসি ক্যামেরাগুলো সচল রেখে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য পুলিশ সুপার মহোদয় ব্যাংক কর্মকর্তাদের বিশেষ তাগিদ দেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় বোরকা পরিহিত মহিলাদের, হেলমেট এবং মাস্ক পরিহিতদের মুখ উন্মুক্ত রেখে টাকা যৃঐৃউত্তোলন করার বিষয়টি নিশ্চিত করার জন্য বলেন। নিরাপত্তা প্রহরী বাড়ানো, তাদের ব্যাবহৃত অস্ত্র পরীক্ষাসহ বিশেষ সর্তকতা অবল্বনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পুলিশ মোতায়েন করা হবে বলে জানান।
ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের কার্যক্রম চালিয়ে যান, যেকোন নাশকতা রোধে আমাদের গোয়েন্দা নজরদারি, অনলাইন মনিটরিংসহ ব্যাংক কেন্দ্রিক দিবা-রাত্রি টহল ডিউটি জোরদার আছে। পাশাপাশি যেকোন সন্দেহজনক কিছু দেখলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানা বা খাগড়াছড়ি জেলার হটলাইন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান।
এসময় খাগড়াছড়ি জেলার প্রশাসক মোঃ সহিদুজ্জামান ব্যাংকিং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করনীয় বিষয়গুলো অতিদ্রুত সম্পন্নের তাগিদ দেন। তিনি আরো বলেন,পুলিশ, সামরিক ও আধা-সামরিক বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ঈদ-উল-ফিতর,বৈ-সা-বি ও বাংলা নববর্ষ সহ সকল বড় উৎসব নির্বিঘ্নে পালিত হবে এবং জেলার সকল মানুষ উৎসব মুখর পরিবেশে সকল উৎসব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।
এ মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার সকল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।