Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৭ অক্টোবর ২০২৩ শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ অফিসার্স কনফারেন্স হল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মুক্তা ধর নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

 

জানা যায়, এ বছর খাগড়াছড়িতে জেলায় পূজা মণ্ডপের সংখ্যা ৫৯টি। তারমধ্যে খাগড়াছড়ি সদরে ২০টি,মহালছড়িতে ২টি,দীঘিনালায় ৯টি,পানছড়িতে ১০টি,রামগড়ে ২টি,মাটিরাঙ্গায় ৭টি,মানিকছড়িতে ৪টি,লক্ষছড়িতে ১টি ও গুইমারায় ৪টি। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী দাযিত্ব পালন করবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার আহ্বান জানান পূজা মন্ডপ কর্তৃপক্ষদের প্রতি।

 

 

মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ,সহকারী পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান,খাগড়াছড়ি সদর থানা অফিসার্স ইনচার্জ তানভীর হাসান,দীঘিনালা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী,মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মো: জাকারিয়া, মানিকছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো: আনচারুল করিম,পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: হারুনুর রশিদ,খাগড়াছড়ি সদর ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button