Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত, এক নারী আহত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজাতীয় আঞ্চলিক সংগঠন সমুহের আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) এক কর্মী নিহত ও স্থানীয় বাসিন্দা এক তরুণী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

১৯ মার্চ ২০২৫, বুধবার সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইউপিডিএফ কর্মী অন্তিম ত্রিপুরা ওরফে সুবি ত্রিপুরা সে মায়াকুমার পাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহত অন্তিম ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকাল সাড়ে ৭টার সময় শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপের লোকজন হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে পাহাড়ের অপর আঞ্চলিক সংগঠনের সাংগঠনিক কাজে অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য অন্তিম ত্রিপুরা ওরফে সুবি ত্রিপুরা নিহত হন। ও নিহতের ছোট বোন তারাপতি ত্রিপুরার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়।

 

হামলায় নেতৃত্বদানকারী শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরাও একই হেডম্যান পাড়ার বাসিন্দা। তারা বছর দেড়েক আগে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপে যোগ দিয়েছিলেন বলে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন।

 

 

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর দুর্বৃত্তের অতর্কিত হামলায় অন্তিম ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছোট বোন আহত হন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে সন্তু লামরা দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাস্থল উপজেলার দুর্গম এলাকায় হওয়া নিহতের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে নেটওয়ার্ক সমস্যা থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

Related Articles

Back to top button