খাগড়াছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
‘আমি মেয়ে, আমিই পরিবর্তনের পথ প্রদর্শক: সংকটের সম্মুখ সারিতে মেয়েরা’,”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস পালিত হয়েছে ।
২১অক্টোবর ২০২৫ , মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনডিপি’র ডিস্ট্রিক ফোকাল অংক্যছেন মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় বিশেষ অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন,জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ,জয়া ত্রিপুরা,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী প্রমূখ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘ ঘোষিত এ বছরের মূল বার্তা “এখনই সময় মেয়েদের সীমাহীন সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের নেতৃত্বের অধিকার নিশ্চিত করার। কারণ, প্রতিটি মেয়ে আজ পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসছে , তারা শুধু ভবিষ্যতের আশা নয়, বর্তমান বিশ্বের সংকট মোকাবেলায়ও সক্রিয় ভূমিকা রাখছে।”
দিনটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি সকাল ১০টায় শুরু হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “একবিংশ শতাব্দীতে মেয়েরা আর পিছিয়ে নেই। তারা সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। তাদের স্বপ্ন, সাহস ও নেতৃত্বের শক্তি দিয়েই গড়ে উঠবে টেকসই বিশ্ব।”
বক্তারা আরও বলেন, “সংকট মোকাবেলায় মেয়েরা এখন আর দর্শক নয়, বরং তারাই নেতৃত্ব দিচ্ছে মানবিক পরিবর্তনের।”
উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রতিশ্রুতি ব্যক্ত করেন— প্রতিটি মেয়ের শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও নেতৃত্বের অধিকার নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করবেন।




