Breakingসারাদেশ

শ্রীনগরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ :
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী মুসলিমদের পক্ষে ৯ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাও এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বেলা ১১ টার দিকে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে।কামারগাও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসা উদ্যোগে এতে অংশগ্রহণ করে আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর ছাত্র ছাত্রী।

এ সময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনে বিক্ষোভ মিছিলে যোগ দেন সাধারণ মানুষ।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের,আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ ইউসুফ রানা, প্রভাষক সাইখ মোঃ আরিফ বিল্লাহ,মাওঃ রিয়াজুল ইসলাম,মোশতারি আহমেদ,এ জে এম, মতিউর রহমান, আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল এর প্রধান সহকারী শিক্ষক শফিকুর রহমান,সহকারী শিক্ষক জসিম উদদীন,মাও নজরুল ইসলাম,রিফাত আহমেদ, আন্দোলনকারীদের সকলের দাবী ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবী জানিয়ে বলেন ফিলিস্তিন মুসলিম সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। ফিলিস্তিনবাসী শান্তিতে বসবাস করা তাদের অধিকার। মুসলিম ভাইদের প্রতিবাদ স্বরুপ তাদের সকল পণ্য বর্জন করার ও আহবান জানান।

Related Articles

Back to top button