Breakingসারাদেশ

মুন্সিগঞ্জ পরিবেশের ক্ষতিকর দুইটি অবৈধ ভাট্টি গড়ে উঠেছে

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
শ্রীনগর উপজেলায় আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাও ও কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় সিসা গলানোর ২টা ভাট্টি অবৈধ ভাবে গড়ে উঠেছে ।

 

 

সিসা একটি নীরব ঘাতক। সিসা দূষণের বিষয়টি আমাদের অনেকের জানা নেই। এ নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিসাকে জনস্বাস্থ্যের জন্য অন্যতম ক্ষতিকারক রাসায়নিক উপাদান হিসেবে চিহ্নিত করেছে। ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই),(IHME) ধারণা মতে,সিসা দূষণের কারণে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটেছে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয় তুলনা মূলকভাবে মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি বেশি।

 

কয়েক বছর ধরে নষ্ট,বাতিল ব্যাটারি সহ বিভিন্ন পুরাতন লোহার বর্জ্য এই কারখানা গুলোতে পোড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর ক্ষতিকারক ধোঁয়ায় দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ,ক্ষতি করছে মানব দেহের, নষ্ট করছে ফসল ও জমি। শুধু যে কারখানার বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পরিবেশ নষ্ট হয় তা নয়, এখানে কর্মরত কর্মচারীরাও রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

সরেজমিন জানা যায়, কোনো প্রকার অনুমতি কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে পরিবেশ বিরোধী এ কারখানা দুইটি। এসব কারখানায় বাতিল ব্যাটারি ও বিভিন্ন লোহার জিনিসপত্র পুড়িয়ে সিসা বের করা হয়। এ সিসাগুলো গলিয়ে সিসার পাটা তৈরি করা হয়, যা পরবর্তী সময়ে বিক্রি করা হয় চড়া দামে। পরিবেশ দূষণকারী এ কারখানাগুলো কিভাবে চলছে ?

 

প্রশাসন বা পুলিশ কি বাধা দেয় না? এমন প্রশ্ন করায় দুই ভাট্টির মালিক রুহুল বলেন সব ম্যানেজ করেই আমরা কারখানা চালায়।ওই কারখানার শ্রমিক আবু কালাম ফকির বলেন,আমরা দুই শিফটে বারো ঘন্টা বারো ঘন্টা করে ২৪ ঘন্টা কাজ করি,আর এক শ্রমিক আবুল সালাম, সজিব নামের এক নেতার মোবাইল নম্বর দিয়ে বলেন তার সাথে যোগাযোগ করেন।

 

কথা হয় স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কিন্তু তারা ভয়ে কিছু বলতে রাজি হয় না,তাদের মধ্যে একজন নাম প্রকাশ না করার সত্যে বলেন,ওই কারখানা থেকে ধোঁয়া ও ভারী ধাতু ছাইয়ের সাথে বাতাসে মিশে আশপাশের কৃষিজমিতে পড়ছে। আর ওই জমিতে জন্মানো ঘাস কোনো পশু খেলে ওই পশু অসুস্থ হয়ে পড়ছে অথবা মারা যাচ্ছে।

 

এই বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন,আপনাদের মাধ্যমে বিষয়টা জানলাম, আমার লোক পাঠাইয়া পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button