বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে; ওয়াদুদ ভূইয়া

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সকল অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে |ব্যবস্থা নেয়া হবে, কোন অন্যায় কারীর জন্য বিএনপিতে জায়গা হবে না।
১৭ মার্চ ২০২৫ ,সোমবার জেলার দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বেলছড়ি মসজিদ মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের সাথে ইফতার করার জন্য আজকের এই ইফতারের আয়োজন। আমরা মানুষের জন্য কাজ করি, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে মানুষের উন্নয়নে কাজ করবো।দোয়া ও ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা প্রমুখ। এ সময় জেলা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।