Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সীতাকুণ্ডে আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , সীতাকুণ্ড , চট্টগ্রাম  :
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অন্যায়ভাবে হরতালের প্রতিবাদে সীতাকুণ্ডে উপজেলা আওয়ামীলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৯ অক্টোবর ২০২৩ রোববার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে মহা সড়কের পৌর সদর এলাকায় এক মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিল শেষে পৌরসদর বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর,যুগ্ন সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন, ত্রান ও পূর্নবাসন সম্পাদক আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মাইমুন উদ্দিন মামুন,বিজয় চক্রবর্তী,আবুল হোসেন বাবুল,ছাত্রলীগ নেতা এস এম রিয়াদ জিলানীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়া বলেন,শান্তি সমাবেশের নামে বিএনপি গতকাল পুলিশ হত্যা,নাশকতকসহ নানা ধরনের নৈরাজ্য ও তাণ্ডব চালিয়েছে। তারা ২০১৩-২০১৪ সালের মতো পুনরায় আগুন সন্ত্রাসীতে মেতে উঠেছে। ফের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় লিপ্ত থাকা জামায়েত-বিএনপির নাশকতা কারীদের ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।

Related Articles

Back to top button