Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার সহায়িকা বিষয়ক শিক্ষকদের কর্মশালা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :জেলার পানছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহে ক্ষুদে ডাক্তার তৈরীতে শিক্ষকদের ভূমিকা ও কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

২২ ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে লিডাশিপ টু এনসিউর এডকুয়েট নিউট্রিশান (লিন) এর সহযোগীতায় দিন ব্যাপি এই প্রশিক্ষন চলে।

শিক্ষকদের নিয়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার সহায়িকা বিষয়ক প্রশিক্ষনে শিশু-কিশোরদের খাদ্যাবাস,ব্যাক্তিগত পরিচ্ছন্নতা,কৃমি রোধ,ডায়ারিয়া,কলেরা,ম্যালেরিয়া, গুটি ও জল বসন্ত, ডেঙ্গু জ্বর, ও প্রাথমিক কিছু চিকিৎসায় করনীয় বিষয় নিয়ে শিক্ষকদের ধারনা দেওয়া হয়। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন. শ্বাসতি দেওয়ান জেলা ভারপ্রাপ্ত ম্যানেজার ও জেলা টেকনিক্যাল কো -অর্ডিনেটর (লিন), উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা. সঞ্চয়ন চাকমা ও লিন প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর ডরোথি চাকমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

Related Articles

Back to top button