পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : ” মান সম্মত শিক্ষা গ্রহন, প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিষয়ে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেন্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর ” স্লোগানে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ, পানছড়ি উপজেলা শাখার ১৫ তম ও কলেজ শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ে অর্নাস প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকালে পানছড়ি উপজেলা ত্রিপুরা কল্যান সংসদ মিলনায়তনে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম উপজেলা শাখার সভাপতি রুকেন ত্রিপুরা অমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এ সময় নিপন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা , যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা,লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর রোয়াজা , পানছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মুনিন্দ্র লাল ত্রিপুরা, অমর সিংহ ত্রিপুরা, সভাপতি বাদশা কুমার ত্রিপুরা ও সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,সার্জেন্ট (অবঃ) দেব মিত্র ত্রিপুরা , বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা, নজর কান্তি ত্রিপুরা , শরৎ চান ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, জেলা-উপজেলা-ইউনিয়ন কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনের পরে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য দহেন বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০২৩-২০২৪ কার্য মেয়াদে তমল ত্রিপুরাকে সভাপতি, হমেন্দ্র ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রবীন্দ্র ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট উপজেলা শাখা এবং কর্ন বিকাশ ত্রিপুরাকে সভাপতি ও বামপ্রাস ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, অপেন বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পানছড়ি কলেজ শাখা কমিটির নাম ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা।
সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।