পানছড়িতে জাবারাং এর সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : পানছড়িতে “সফল” এর আয়োজনে সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাকসেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রজেক্ট এর আয়োজনে সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি সুরক্ষা কর্মকর্তা প্রবাল আজিম, পানছড়ি জাবারাং কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ রিপন, সহকারি শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, দাতা সদস্য মনিরুল ইসলাম মাহিম, মহিলা মেম্বার খালেদা আক্তার, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভায় “শিশুদের জন্য নিরাপদ পরিবেশ” এর উপর আলোচনা করেন পানছড়ি সুরক্ষা কর্মকর্তা প্রবাল আজিম, পানছড়ি জাবারাং কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা, প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ রিপন।