পানছড়িতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে র্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
” আহলান সাহলান মাহে রমজান ” মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার দাবি জানিয়ে জেলার পানছড়িতে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ ২০২৫, শনিবার বাদ আছর পানছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি বের হয়ে জিরো মাইল হয়ে জিয়া স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পানছড়ির সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিলুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে জীবন পরিচালনা করা। একই সাথে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রন রাখা, যাকাত প্রদান করা, মাদক, দুর্নীতি ও সমাজ বিরোধী কার্যকলাপে অংশ গ্রহন না করে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখা সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ নুরুজ্জামান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সম্পাদক মো. ইব্রাহিম খলিল। মোল্লাপাড়া হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।