Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

পথ হারিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার হলো ৬ পর্যটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম  :
মিরসরাইয়ে খইয়াছড়া ঝর্ণায় দুর্গম পাহাড়ের ভেতর পথ হারিয়ে ফেলা ৬পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৩ ) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পাহাড়ের ভেতর থেকে ২ ঘন্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

 

উদ্ধারকৃত পর্যটকরা হলো ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মোঃ আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহি উদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরা পাড়া এলাকার মোঃ তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মোঃ শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অণিক (১৮)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে খইয়াছড়া ঝর্ণাস্থ দূর্গম পাহাড়ের ভেতর প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে ৬ জন পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button