নিখোঁজের ৭দিন পর ঝোপঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বান্দরবানের থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ ১ শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮ জুলাই ২০২৪ , সোমবার বিকালে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি মুখ এলাকার ঝোপঝাড় থেকে শান্তি রানী ত্রিপুরা নামে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান দীর্ঘ ৭দিন পর থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্ম ঝিরিতে নৌকা ডুবে নিখোজ দুই শিক্ষার্থী মধ্যে শান্তি রানি ত্রিপুরা নামে এক শিক্ষার্থী মরদেহ বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরির ঝোপঝাড় থেকে থানচি থানা পুলিশ উদ্ধার করেছে। শান্তি রানি ত্রিপুরার (১০) মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ফুলবাণী ত্রিপুরা (৯) নামে আরেক শিশু।
বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
উল্লেখ, যে গত ১ জুলাই সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকা থেকে নৌকা যোগে থানচি সদরে স্কুলে যাওয়ার পথে নদীর প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও প্রাথমিক স্কুল পড়ুয়া শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন।