Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার

চেঙ্গী দর্পন প্রতিবেদক,দাউদকান্দি, কুমিল্লা :
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি । সড়ক গুলোতে বৃদ্ধি করা হয়েছে টহল ব্যবস্থা।

১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ইভিএম এর মাধ্যমে সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্ষন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহণ চলবে । বারপাড়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫১ টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭,০৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,৬১৩ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৮,৪৬৪ জন। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেন।

ভোট কেন্দ্রগুলো হলো, জান্নাতুল বাকী ক্যাডেট মাদ্রাসা, বড় সাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারপাড়া (পূর্ব) সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গাশিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী আঃ লতিফ সরকার নূরানী হাফেজিয়া মাদ্রাসা, ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছাপুর নিউ মডেল স্কুল এবং তিনচিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচনে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলো, মোঃ মনির হোসেন তালুকদার (নৌকা), আলাউদ্দিন আল আজাদ (ঘোড়া), মো: মাজহারুল ইসলাম মানিক সওদাগর (আনারস), মো: শফিউল বাশার সুমন মিয়া (টেলিফোন), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া (মোটরসাইকেল), নজিবুল বশর (রজনী গন্ধ্যা), মোবারক হোসেন (চশমা), আমির হোসেন (অটোরিকশা) এবং এ. কে আজাদ (টেবিল ফ্যান)। সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁঞা বলেন,  নির্বাচনকে ঘিরে বারপাড়া ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি । সুষ্ঠ ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে ভোটাররা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে যে ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল ও অন্যন্য যানবাহন গুলোতে বাড়তি নজরদারি করা হচ্ছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিনুল হাসান জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৫ জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার বাটালিয়ান সহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কেন্দ্র করে কেউ বিশৃংঙ্খলা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button