গোপালগঞ্জে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
গোপালগঞ্জে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি উপজেলা সেচ্ছাসেবক দল।
১৩ সেপ্টেম্বর ২০২৪,শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিন শেষে জিয়া স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, দপ্তর সম্পাদক মো: সোলাইমান, যুবদলের আহবায়ক মোঃ আফসার, সদস্য সচিব মো: সেলিম কোম্পানি, সেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক চান মিয়া, মোঃ আমান উল্লাহ, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম, শ্রমিক দলের সভাপতি শাহজাহান, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি-র সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ফেসিস্ট হাসিনার সন্ত্রাসী কর্তৃক গোপালগঞ্জে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ জানান। একই সাথে দেশে অরাজকতা সহ সারা দেশে সাম্প্রদায়িক গুজব প্রচার কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।