Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসব মুখর পরিবেশে নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ জানুয়ারি ২০২৫ , বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত ছিলেন।

শুরুতেই ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা বলেন, স্কুলের শিক্ষকেরা আইসিটি ল্যাব, অভিভাবকদের বসার জায়গা হিসেবে গার্ডিয়ান সেট, দৃষ্টিনন্দন গেইট, শিক্ষক বদলি হলে তার পরিবর্তে যেন আরও নতুন শিক্ষক নিযুক্ত করার দাবি জানান। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষক সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি মনে করো যে অন্যদের চেয়ে আমরা ভালো করবই, তাহলে তোমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবেনা। তোমাদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল থাকতে হবে। তোমাদেরকে প্রতিযোগিতা করতে হবে,পার্শ্ববর্তী স্কুলের রেজাল্ট এর সাথে। পার্শ্ববর্তী স্কুলের ভালো শিক্ষার্থীদের সাথে লেখাপড়ায় ভালো করার জন্য প্রস্তুত নিতে হবে। তবে সেই প্রতিযোগিতা সবসময় পজিটিভ হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের অবশ্যই নমনীয়তা, ভদ্রতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) রুমানা আক্তার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button