খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

খাগড়াছড়ি :
ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪মার্চ) সকালে গুইমারা উপজেলা সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি’র সভাপতি সুইপ্রুসাই মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় এনজিও সংস্থা আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা,ডেবলছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংপ্রুসাই মারমা,সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমাসহ আরও অনেকে।
বিদায় সংর্বধনায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা,”শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের আত্মচেতনাবোধ জাগ্রত করে। মানুষের ভিতরকার সত্ত্বা তুলে ধরে জ্ঞান পিপাসু করে তোলে। তাই শিক্ষা এমনই এক জিনিস যা মানুষকে জ্ঞান, সাহিত্য, চিত্তের উৎকর্ষ সাধনসহ মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধ তৈরিতে উদ্বুদ্ধ করে তোলে। আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব থেকে ভালোভাবে প্রস্তুতি নেয়া সহ ভালো ফলাফল করার আহ্বান জানান।
অন্যদিকে সুকান্ত মহাজন পাড়ার এলাকাবাসীর উদ্যোগে সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে বিশেষ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে অতিথি বক্তারা প্রত্যন্ত এলাকায় শিক্ষার জন্য স্কুল-কলেজ ও চিকিৎসাসেবার জন্য হাসপাতাল খুবই জরুরি। দুর্গম এলাকার মানুষের জন্য বচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করা। একটা জাতি ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। প্রত্যন্ত এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও ভলান্টিয়ারিং শিক্ষকদের সাধুবাদ জানান।
এ সময় সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় এনজিও সংস্থা আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।