ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে

স্টাফ রিপোর্টার,থানচি,বান্দরবান :
শেখ হাসিনা ভারতে বসে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তার এই ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে বলে দাবী করেন বান্দরবানের থানচি উপজেলার বিএনপি নেতারা।
নেতারা বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। সে যদি দেশের স্বার্থে সাধারণ মানুষের কল্যাণে কাজ করত, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না। ‘আওয়ামী লীগ বারবার পালায়। এবার নিয়ে তিনবার পালিয়েছে। অথচ শেখের বেটি গর্ব করে বলতেন আওয়ামী লীগ পালায় না। ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের এই বাংলাদেশ।
০৩ ফেব্রুয়ারী ২০২৫ , সোমবার পাবর্ত্য জেলার বান্দরবানের অবিসংবাদিত নেতা সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী’কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বান্দরবান জেলা আহবায়ক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বান্দরবানের থানচি উপজেলা বিএনপি সহ সভাপতি ক্যসাউ মারমা নেতৃত্সবে সহযোগী সংগঠনের নেতারা আনন্দ মিছিল ও পদ সভা করেছে। থানচি বাজার প্রাঙ্গনের পদ সভা আয়োজন করেন।
পদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ- সভাপতি ক্যসাউ মারমা, বিএনপি নেতা মংসাগ্য মারমা, উচমং মারমা, বিএনপি সদর ইউনিয়ন সভাপতি মো: আবু নোমান,আবু সামাদ,যুব দলের সভাপতি মংসিং হাইন মারমা, স্বেচ্ছা সেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমা,উহ্লামং মারমা, শৈবাথোয়াই মারমা সহ প্রমুখ বক্তব্য রাখেন। আনন্দ মিছিলে ও পথ সভায় দুই শতাধিক নেতা কর্মী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।