Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়েন বাঙালহালিয়ার ব্যবসায়ী প্রবীর দত্ত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছেন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর দত্ত ।

 

 

ব্যবসায়ী প্রবীর দত্ত জানান, ১৭ জানুয়ারী বুধবার তিনি দোকানের ব্যবসা শেষে দোকানের বাহিরে গেলে রাস্তার উপর ৫০ হাজার টাকার বান্ডিল দেখতে পাই এবং বান্ডিলটা আমি নিজে খুঁজে নিই। প্রকৃত মালিককে সন্ধান করার চেষ্টা করি। পরে তিনি মাইকে শুনতে পান টাকার মালিক বাঙালহালিয়া বাজারের চিকিৎসক আজিজ ডাক্তার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় হটাৎ পেন্টের পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায়।

 

 

পরে একইদিন বিকাল তিনটায় স্থানীয় ৩ নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা এবং বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের আইসি আবদু রহমান এর উপস্থিতিতে তাঁর হাতে ৫০ হাজার টাকার বান্ডিল বুঝিয়ে দিই।

 

প্রবীরের সততায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ব্যবসায়ীরা তাঁর প্রশংসা করে উজ্জ্বল ভবিষৎ কামনা করেছেন।

Related Articles

Back to top button