Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

কুতুবদিয়া শিল্পকলা একাডেমি ৪ বছর পর ফের চালু

চেঙ্গী দর্পন প্রতিবেদক,  কুতুবদিয়া ,কক্সবাজার  :
দীর্ঘ ৪ বছর পর চালু হল কুতুবদিয়া উপজেলা শিল্পকলা একাডেমি। করোনার মহামারি , ভবনের দৈন্য দশা সহ নানা কারণে ২০১৯ সালে উপজেলার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বঞ্চিত হয় অগণিত শিশু গান,নৃত্য আবৃতি সহ বিভিন্ন সংস্কৃতির সুফল থেকে। এমন দৈন্যদশা কাটিয়ে উপজেলা নির্বাহি অফিসারের উদ্যোগে আনুষ্ঠিক ভাবে পুণঃ চালু করা হয়।

 

৮ জুলাই ২০২৩ , শনিবার সকালে একাডেমির নতুন-পুরাতন শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কুতুব দিয়া শিল্পকলা একাডেমির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

 

একাডেমি চালু হওয়ায় ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন পুনরায় নব উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন সংস্কৃতি ব্যক্তিত্বরা। নতুন কার্যক্রম অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  ও একাডেমির উপদেষ্টা মাস্টার বিমল কান্তি শীল,কোষাধ্যক্ষ নুরুল আমিন, সদস্য আবু ছিদ্দিক রিপন, মাস্টার সফিকুর রহমান মানিক,প্রশিক্ষক পার্থ দাশ, প্রাক্তন শিক্ষার্থী ঝুমা দেবনাথ উপস্থিত ছিলেন।

পুনঃ উদ্ভোধনীতে শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ঐতিহ্য বড়ুয়া, বিশাল,বাঁধন,রিয়ামনি,তনুশ্রী দেবঙ্গ মিতা,অমিত প্রমূখ গান পরিবেশন করেন।

Related Articles

Back to top button