Breakingজাতীয়সারাদেশ

কুতুবদিয়ায় সেতু-বিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসে উদ্বোধন করলেন ১৪ টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প। একই সাথে আরো ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

 

১১ নভেম্বর ২০২৩, শনিবার বিকালে কক্সবাজার,খুরুস্কুল,মহেশখালীর মাতার বাড়িতে কক্সবাজার রেলস্টেশন, ব্রীজ, কয়লা বিদ্যুৎ, এলএনজি টার্মিনাল প্রমূখ প্রকল্প পৃথক পৃথক জনসভায় উপস্থিত থেকে উদ্বোধন করেন। মোট ১৮টি প্রকল্পের মধ্যে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দীর্ঘদিনের দ্বীপবাসির চাওয়া জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সংযোগ কাজ ও পিলটকাটা খালের উপর কৈয়ারবিল- লেমশীখালী সংযোগ সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

 

বিদ্যুৎ বিভাগ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের আওতাধীন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়াকে জাতীয় গ্রীডে সংযুক্ত হয় গত এপ্রিলের ১৪ তারিখে। সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে কুতুবদিয়ায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ চলছে। ২৩ অক্টোবর ঘুর্ণিঝড় হামুনে ব্যাপক ক্ষতিসাধন হয় বিদ্যুৎ লাইনের। ফলে পূণ: মেরামত সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করেছে। এ প্রকল্প দ্বীপের টেকসই বেড়িবাঁধের পরেই মৌলিক চাহিদার একটি ছিল জাতীয় গ্রীডে বিদ্যুৎ সংযোগ।

 

অপর প্রকল্প স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে ৪ কোটি ৮৬ লক্ষ টাকায় পিলট কাটা খালের উপর ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ শেষ হয় আরো দু‘মাস আগেই। এটিও শনিবার মাতারবাড়ির জনসভায় ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সংযোগ সেতুর ফলে দুই ইউনিয়নের ৫০ হাজার মানুষের ৪ দশকের ভোগান্তির অবসান হলো।

উপজেলা নির্বাহি অফিসার দীপংকর তঞ্চ্যাঙ্গা জানান, মাননীয় প্রধান মন্ত্রী কক্সবাজার জুড়ে অন্তত ১৪টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেন। এ ছাড়া ৪টি প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের কাজও উদ্বোধন করেন। একই সাথে কুতুবদিয়ায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ সংযোগ ও পিলটকাটা খালের ওপর ব্রীজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button