Breakingসারাদেশ

চৌদ্দগ্রামে আট শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, চৌদ্দগ্রাম, কুমিল্লা  :
কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসা সহ আট শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার সকালে তিনি ভার্চ্যুয়ালে এসব ভবন উদ্বোধন করেন।

 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস ও শিক্ষা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নান্দনিক এসব ভবন নির্মাণ করা হয়েছে। তারমধ্যে ২ কোটি ৯৭ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৯৪ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৮৮ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে উপজেলার ভাটবাড়ী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৮৮ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৫১ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে উপজেলার বাতিসা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, ৭৩ লক্ষ ২৮ হাজার ২০২ টাকা ব্যয়ে পদুয়া খামারপুষ্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯ লক্ষ ৬৫ হাজার ৯৬৫ টাকা ব্যয়ে হাজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ৬৪ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ টাকা ব্যয়ে তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এদিকে নবনির্মিত এ সব ভবন উদ্বোধন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুলসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button