খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসের ক্যাভার্ড ভ্যানে আগুন
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে তৃতীয় দফায় আহুত ৪৮ ঘন্টা সড়ক অবরোধের প্রথম দিন জেলার মাটিরাঙার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়া সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
৮ নভেম্বর বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিল বলে জানা গেছে।
এছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে মিছিল ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোর্চ এবং পণ্যবাহি কয়েকটি ট্রাক ভোরে পুলিশ প্রহরায় শহরে ঢুকেছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কে সিএনজি,পিকআপ সহ সীমিত সংখ্যক যান চলাচলের খবর পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, রাস্তায় পুলিশ-বিজিবি টহলের পাশাপাশি গুরুত্বপুর্ন স্থানগুলোতে ব্যাপক পুলিশি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সবধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।