Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে রথযাত্রা মাধ্যমে প্রবারণা অনুষ্ঠান সমাপ্তি

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রোয়াংছড়ি , বান্দরবান :
বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের বর্ণিল আয়োজনের ৩দিনব্যাপী উদ্যাপিত ধর্মীয় প্রবারণা অনুষ্ঠান রথযাত্রা মাধ্যমে সমাপ্ত হয়েছে।

 

রোয়াংছড়ি উপজেলা ৭৫টি বৌদ্ধ বিহারের ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত পর প্রবারণা অনুষ্ঠিত হয়। প্রবারণা অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী বিভিন্ন শ্রেণি পেশায় মানুষের কৌশল কর্ম সম্পাদন করেন। তাই প্রবারণাকে ঘিড়ে ঐতিহ্যবাহী পিঠা তৈরী, বুদ্ধ প্রতিবীম্ব স্নান, চুলামুনি প্যাগোডা পূজার মাধ্যমে ফানুস উড়ানো, হাজার প্রদীপ পূজা ছোঁওয়াইং দান, কল্পতরু দান, ধর্ম দেশনা শ্রবণ সহ নানাদিক কৌশলকর্ম সম্পাদন করে সর্ব শেষে রথযাত্রা মাধ্যমে (রবিবার ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার ৩১ অক্টোবর ২৩) তিন দিনব্যাপী প্রবারণা অনুষ্ঠান শেষ হয়েছে।

এ সময় প্রবারণা অনুষ্ঠানের হাজারো নর-নারী ও বিভিন্ন বয়সী শিশু,কিশোর ও কিশোরী সহ বৌদ্ধ সম্প্রদায়ে ভক্তরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button