Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
“শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যৎ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা এনসি টিএফ’র আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

 

৩০ অক্টোবর ২০২৩ সোমবার সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলু আরা বেগম।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থী।
প্রতিযোগিতা পরপরে জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভষি্যৎ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত ৩জনকে সার্টিফিকেট ও সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জিত্তোং চাকমা,দ্বিতীয় ইমি পোমাং ত্রিপুরা ও তৃতীয় স্থান মিফতাহুল জান্নাত দ্বীনা।

 

এ সময় খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক টিন্তু ত্রিপুরা,সহকারী শিক্ষক ধীনা ত্রিপুরা,ঝর্ণা ত্রিপুরা,পম্পি বড়ুয়া,আলপনা ত্রিপুরা,জেলা এনসিটিএফ’র সাবেক সভাপতি সচীন দাশস, জেলা ভলান্টিয়ার রামু ত্রিপুরাসহ এনসিটিএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button