মানিকছড়িতে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে মৎস্য অধিদপ্তর । ইতোপূর্বে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাস্তবায়িত ক্রীক বাঁধ নির্মাণ ও পানির স্থায়িত্ব নিশ্চিত করণে গত অর্থ বছরে দেড় লাখ টাকা ব্যয়ে একসত্যা পাড়া ক্রীক বাঁধ সংস্কার করা হয়। সম্প্রতি উক্ত কাজ ও ক্রীক পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন।
৯ অক্টোবর ২০২৩ সোমবার ক্রীক বাঁধ সংস্কার কাজ পরিদর্শন কালে ড. মো. আরিফ হোসেন বলেন, পার্বত্য এলাকায় দুই পাহাড়ের মাঝে জমির আগায় অব্যবহৃত জমিতে ক্রীক বাঁধ নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষ মাছ চাষ করে পরিবারে পুষ্টির যোগানসহ মাছ বাজারজাত করে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হয়েছে। চলতি অর্থবছরেও উপজেলায় নতুন ক্রীক বাঁধ নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার ও সুবিধাভোগী সমিতির সভাপতি আবদুল মান্নান উপস্থিত ছিলেন।