চেঙ্গী দর্পন প্রতিবেদক, লাকসাম , কুমিল্লা :
লাকসামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে।
৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের কালিয়াচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লাকসাম থেকে একটি খালি ট্রাক্টর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে খিলা বাজারের উদ্দেশ্য যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী সোনাপুরগামী একুশে এক্সপ্রেস বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৫৭৮)। বাসটি লাকসামের কালিয়াচৌঁ এলাকায় ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরের হেলপার মো. শামীম (৩৪) ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক জাহাঙ্গীর আলম (৩৫) ও অপর হেলপার রাজু (৩২)।
নিহত শামীম পার্শ্ববর্তী পোলাইয়া উত্তরপাড়া মিজি বাড়ির মীর হোসেনের ছেলে। আহত জাহাঙ্গীর আলম কৃষ্ণপুরের বাবুল মিয়ার ছেলে ও রাজু কালিয়াচৌঁ গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে। আহতদের লাকসাম জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে। এ সময় বাসচালক পালিয়ে যায়। খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, নিহতের মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।