Breakingদুর্ঘটনাসারাদেশ

ফুলগাজীতে খড়ের গাদার নিচে পড়ে ৩ জনের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,ফুলগাজী ,ফেনী  :
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশু সন্তান সহ ও এক মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) সকালে আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুমি আক্তার (৩৫), তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)। গৃহবধু সুমি আক্তার ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে গবাদি পশুর জন্য খড় গাদা থেকে সংগ্রহ করছিলেন গৃহবধু সুমি আক্তার। এসময় তার দুই সন্তান শহীদ ও সিয়াম তার পাশে ছিলেন। খড়ের গাদাটির খুঁটি ছিলো সুপারি গাছের। এক পর্যায়ে উঁচু খড়ের গাদাটি হঠাৎ ভেঙ্গে পড়ে দুই সন্তানসহ সুমি আক্তার খড়ের গাদায় চাপা পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ছাগল নাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Related Articles

Back to top button