Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

জেলা পরিষদের অর্থায়নে গুইমারায় মাছের পোনা বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গুইমারা উপজেলাধীন বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে
মাছের পোনা অবমুক্তকরণ ও বিনামূল্যে বিতরণ করা হয়।

 

১১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চত্বরে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গুইমারা উপজেলাধীন বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।

 

মৎস্য পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আফজাল হোসেন টিপু প্রমুখ।

 

গুইমারা উপজেলা মৎস্য অফিসার, দীপন চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) কীর্তি চাকমা, গুইমারা মৎস্য অফিসের সহকারী ম্রাসানাই মারমা, সাংবাদিক আবদুল আলীসহ মৎস্য উপকারভোগীগণ।

উপজেলার সর্বমোট ৮১০ শতাংশ আয়তনের জলাশয় সমূহে ১১০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

Related Articles

Back to top button