ছয় একর জায়গা ফিরে পেয়েছে লামা বন বিভাগ
লামা , বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা বনবিভাগের বমু রিজার্ভ ফরেস্টের বেদখল হয়ে যাওয়া ছয় একর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম বমু রিজার্ভের অহিদ্দারঘোনা এলাকার পানিস্যামূখে এক অভিযান চালিয়ে এসব জমি পুনরুদ্ধার করেন। দখলমুক্তকৃত এসব জমিতে পরে বন বিভাগের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম জানান, কিছু লোক বন বিভাগের জায়গাগুলো জবরদখল করেছিল। সেগুলো ৩ সেপ্টেম্বর রবিবার বন বিভাগের দখলে নিয়েছি। জমিগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার দীর্ঘমেয়াদী বনজ গাছের চারা লাগানো হয়েছে। এছাড়া জবরদখল থেকে মুক্ত করে বিরোধীয় জায়গায় লাল পতাকা দিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার রহিত করা হয়েছে।
এই জায়গায় জবর দখল বজায় রাখতে স্থানীয় ইউপি মেম্বার মো. মিজান এবং জনৈক ছৈয়দ আহাম্মদ এর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।