Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের পৃথক দুটি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় মাদক জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রামগড় ব্যাটালিয়ন আওতাধীন পানুয়াছড়া বিওপির নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল ফেনী নদীর কুল নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ মালিক বীহিন জব্দ করে।

অপরদিকে, একইদিন বিকেলে রামগড় ব্যাটালিয়ন অধীনস্থ বাগানবাজার বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে টহলদল বড়ই বাগান নামক স্থানে মালিক বিহীন ৯১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করেছে।

 

বিজিবি সূত্র জানিয়েছে জব্দকৃত ১৩৯ বোতল অফিসার চয়েজ মদ পরবতীর্তে ধ্বংশের জন্যে জোন সদরে জমা করা হয়েছে।

 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, জোন আওতাধীন এলাকায় যাবতীয় মাদক, চোরাকারবারি রোধে বিজিবি সর্বদা টহল রয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button