Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিদায় সংবর্ধনার মাঝে শেষ কর্ম দিবস পালিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সমীর দত্ত চাকমার বিদায় সংবর্ধনার মাঝে শেষ কর্ম দিবস পালিত হয়েছে।

৫ জুলাই ২০২৩ , বুধবার শেষ কর্মদিবসে বিদায় জানাতে ছুটে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, ড. গাজী গোলাম মাওলা, ড. শামসুদ্দিন শিশির টিটার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম , ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুৎফল খীসা ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মুশারফ হোসেন , কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবকগন।

অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করে পানছড়ি কলেজটি স্ব উদ্যোগে প্রতিষ্ঠা করেন। তিনি ওই কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে দীর্ঘ কর্মময় জীবনে এই পিছিয়ে পড়া জন গোষ্ঠীর উচ্চ শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করেন। পানছড়ি কলেজ ছাড়াও তিনি পানছড়ি বালিকা বিদ্যালয়, পানছড়ি মহিলা কলেজ, ভাইবোন ছড়া কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেছেন।

 

মানবিক শিক্ষাবিদের বিদায়ক্ষণে পানছড়ি সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এক বিদায়ী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ,সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, সাবেক জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা , সিনিয়র প্রভাষক সত্যজিৎ চৌধুরী , প্রভাষক শান্তিময় চাকমা প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, পানছড়ি- মাটিরাঙ্গার তবলছড়ি তাইন্দং, সদর উপজেলার ভাইবোনছড়া সহ বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরীব অসহায় পরিবার গুলো অধ্যক্ষ সমীর দত্ত চাকমার অনুপস্থিতি অনুভব করবে । কারন একটাই – টাকার অভাবে পড়তে পারে না ,পরীক্ষা দিতে পারে না ,এমন ছেলে মেয়েদের তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু । শিক্ষার যোগান দিয়ে এসেছেন তিনি । এ সময় বক্তারা অবসর জীবনেও মানব কল্যানে শিক্ষার্থীদের জন্য তাঁর সহযোগীতা কামনা করেন।

বিদায়ী অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য। আমরা প্রত্যেকেই পরের তরে কোন না কোন ভাবে কাজ করে যাচ্ছি। আমি এ কলেজ থেকে বিদায় নিলেও এলাকা থেকে বিদায় নেই নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Related Articles

Back to top button