Breakingখেলাধুলাপার্বত্য অঞ্চলবান্দরবান

বাইশারীকে ১-০ গোলে হারিয়ে লামা সরকারি মাতা মুহুরীর জয়

লামা ,বান্দরবান:
বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বাইশারী স্কুল এন্ড কলেজকে ১-০ গোলে হারিয়ে বিজয়ি হয়েছে লামা সরকারি মাতামুহুরি কলেজ। পরে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ি দলের হাতে ট্রফি তুলে দেন।

 

২৫ জুন রবিবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ৯০ মিনিটের নির্ধারিত খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে বাইশারী স্কুল এন্ড কলেজ’র জালে বল পাঠিয়ে নিজেদের বিজয় নিশ্চিত করেন লামা সরকারি মাতামুহুরি কলেজ’র ১২ নং জার্সিধারী খেলোয়াড় সোহাগ। পরে বিজয়িদের মেডেল ও ট্রফি প্রদান করা হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মুজিবুর রশীদ।

Related Articles

Back to top button