ফটিকছড়িতে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র্যাব
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে শ্যালীকা হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব ।
২৬ মে ২০২৩ শুক্রবার দিবাগত রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আটক কৃত শাহ পরান ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের নুর মোহাম্মদের পূত্র।
র্যাব জানায়, ২০১০ সালে আসামী শাহ পরানের শ্যালীকা ফারহানা ইয়াসমিনের বড় বোন দেলোয়ারা বেগমের সঙ্গে শাহ পরানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন দেলোয়ারা। এরপর থেকে শাহ পরান দেলোয়ারাকে হত্যার হুমকি দিতে থাকে। একই বছরের ১ এপ্রিল রাতে শাহ পরান ও তার ভগ্নীপতি নাসিরকে নিয়ে দেলোয়ারাকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে যায়। রাতে দুজনে মিলে ঘুমন্ত দেলোয়ারাকে ছুরিকাঘাত করতে থাকে। তার চিৎকারে ছোট বোন ফারহানা ঘুম ভেঙ্গে যায় এবং বোনকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফারহানাকে ছুরিকাঘাত করে পালিযে যায় অভিযুক্ত দুইজন। এতে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শাহ পরানকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে জামিন এসে পালিয়ে যান। পলাতক অবস্থায় ২০১৯ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি শাহ পরানকে মৃত্যুদণ্ড দেয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন,শ্যালীকা হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি শাহ পরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।