স্টাফ রিপোর্টার ,শ্রীনগর,মুন্সীগঞ্জ :
শ্রীনগরে এক কৃষক নিজ জমির আংশিক কেটে পুকুরের পার তৈরি করার সময় স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাধা দেয়। বাধা না মানায় চক্রটি গভীর রাতে ওই কৃষক ও তার ভাইদেরকে মারধর করে বাড়ি ঘরে হামলা চালায়।
এই ঘটনায় কৃষক টুটুল খান বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে প্রভাবশালী চক্রটি আরো বেশী বেপরোয়া হয়ে বৃহস্পতিবার রাতে ওই পরিবারের উপর হামলা চালিয়ে পরিবারের সদস্যদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও বাড়ি ঘরে হামলা করে লুটপাট চালায়। এতেও তারা ক্ষান্ত না হয়ে গভীর রাত পর্যন্ত এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য মোটর সাইকেল মহরা দেয়।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার টুটুল খান তার বাড়ির ৫শ গজ দূরে নিজ¯^ জমিতে মাছ চাষের জন্য এসকেভেটর দিয়ে মাটি কেটে পুকুর পাড় তৈরি করছিলেন। এজন্য তিনি কুকটিয়া ইউনিয়ন পরিষদ ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন ও করেন। গত মঙ্গলবার কাজ করার সময় মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক নেতা যুবরাজ খান কাজলের ভাই সান্টু ও কমল খান সহ বেশ কয়েকজন মিলে জমিতে অনধিকার প্রবেশ করে পাড় বাধতে বাধা দেয়। এর কারণ জানতে চাইলে তারা কারণ না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।
টুটুল খান জানায়, তাদের বাধা না মেনে পাড় বাধার কাজ চালিয়ে যাওয়ার জের ধরে মঙ্গলবার রাত ১১ টার দিকে সান্টু,কমল খান,বাবু ও শামীম সহ অজ্ঞাত নামা ৭/৮জন মিলে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ আমাদের বাড়িতে প্রবেশ করে। তাকে সহ তার দুই ভাই শরিফুল ইসলাম ও ইমরান খানকে বেদম মারধর করে। এসময় তারা বাড়ি ঘরে হামলা করে ভাংচুর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশ পাশের লোকজন এসে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এই ঘটনায় টুটুল খান বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে প্রভাবশালী চক্রটি আরো বেশী বেপরোয়া হয়ে উঠে। বুধবার রাতে বাবু মাঝি,ডালিম মাঝি,কমল খান,সান্টু খান ও শামীম মাঝি সহ বেশ কয়েকজন আমাদের বাড়িতে প্রবেশ করে আমার ভাই শরিফুল(৩৭)কে কুপিয়ে জখম করে। তারা আমার মা আলেয়া বেগম(৬৫) ও ছোট ভাই শরিফুলের ৮ মাসের শিশুকেও রেহাই দেয়নি। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
এ ব্যাপারে কমল খানের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।