শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি :
শ্রীনগরে গভীর রাতে একটি ইউনিয়ন পরিষদের ভবনে চুরি হয়েছে। গত ২৫ মার্চ রাতে উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল ভবনে প্রবেশ করে সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স ,ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমরাণ তালুকদার জানান, গত ২৩ তারিখ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজ ৩ দিনের জন্য বন্ধ হয়ে যায়। ২৫ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখা যায়। ভবনের পেছন দিক থেকে জানালার রড বাকা করে চোর ভেতরে প্রবেশ করে। তারা সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স নিয়ে যায়। তাছাড়া কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রশাসনিক কক্ষে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে বিভিন্ন নথিপত্র তছনছ করে একটি এইচপি ল্যাপটপ ও নগদ প্রায় ২৭ হাজার টাকা নিয়ে যায়। চোরের দল একই কায়দায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আরিফ হোসেনের কক্ষে প্রবেশ করে নগদ প্রায় ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, চুরির ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।