Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
জেলার রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো: আবুল কালাম (২৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
১১ মার্চ ২০২৩ শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর ভ্রাম্যমান আদালতে অভিযুক্তকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।