Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

রাঙ্গামাটিতে গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
সমাজের হত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তার নির্দেশনায় আমরাও দুর্গম এলাকা গুলোতে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

৪ মার্চ ২০২৩ শনিবার বরকল উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান কালে দীপংকর তালুকদার এ কথা বলেন।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম ( বার), রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সুভলং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ খালিদ মাহরুস পিএসসি, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলার  ৯৭ জন শিক্ষার্থীকে শিক্ষার জন্য ৩৫০০ টাকা করে  ও  ৯৭  জন হত দরিদ্র পরিবারের মাঝে ৩৫০০  টাকা হারে মোট  ৬ লক্ষ ৭৯ হাজার টাকা বিতরণ করা হয়।

Related Articles

Back to top button