Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :
বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 

২৫ জানুয়ারী ২০২৩ বুধবার দুপুরে মানিকছড়ির গচ্ছাবিল ৩৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন,প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন ।

 

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানগন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরবার , মধ্যাহ্ন ভোজ ও বৃক্ষ রোপন করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

Back to top button