Breakingঅপরাধসারাদেশ

শ্রীনগরের বেজগাও কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরির অভিযোগ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , শ্রীনগর,মুন্সিগঞ্জ  : শ্রীনগর উপজেলার বেজগাও কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়েছে।

রবিবার রাতের কোন এক সময়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব পা বেজগাও-বাসাইলভোগ-মাশুরগাও কবরস্থান থেকে চোরেরা অন্তত ৬টি কবর খুড়ে কঙ্কাল নিয়ে গেছে। এই বিষয়ে কবরস্থানের খাদেম হাফেজ কারী মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারী সোমবার সকালে কয়েকজন মিলে এক মৃত ব্যক্তির জন্য কবর তৈরি করতে কবরস্থানে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি কবরের একপাশে বড় করে গর্ত করা। তাছাড়া কবরস্থানের একপাশে একটি গামছায় কয়েকটি হারের টুকরা রয়েছে। বিষয়টি তারা মোবাইল ফোনে কবর স্থানের খাদেম কারী জামাল উদ্দিনকে জানান। তাৎক্ষনিক ভাবে খাদেম মোঃ জামাল উদ্দিন কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে গিয়ে এর সত্যতা পান। কবরের উপরে মাথার চুল ও গামছায় হারের টুকরা দেখে তারা ধারনা করেন কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে। পরে তারা গর্তের মধ্য দিয়ে কবরের ভিতরে সন্ধান করে নিশ্চিত হন করব গুলোতে লাশের কোন আলামত নেই।

এই ঘটনায় কবরগুলোতে দাফন করা লাশের স্বজনরা মর্মাহত। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই বিষয়টি পোস্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, কবরস্থানের খাদেম নিশ্চিত ভাবে বলতে পারছে না যে কঙ্কালগুলো চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Related Articles

Back to top button