চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ,মুন্সীগঞ্জ : তিন দিনের ছুটিতে পদ্মা সেতুতে বাড়তি যানবাহনের চাপ টোল আদায়ের ধীরগতিতে প্রায় ৫ কিলোমিটার যানজট।
ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ৫ কিলোমিটার যানজট। টানা ৩ দিনের সরকারি ছুটির কারণে প্রভাব পড়েছে দক্ষিণ -পশ্চিম অঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত স্বপ্নের পদ্মা সেতুতে। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
ফলে ভোগান্তিতে পড়েছে সেতু পার হতে আসা যানবাহনের চালক ও যাত্রীরা।এদিকে সেতুতে টোল কার্যক্রমে ধীরগতি ও টোল আদায়ের কয়েকটি বুথ বন্ধ থাকায় এ যানজটের কয়েক গুনে আরো বেড়ে গিয়েছে।মাওয়া ট্রাফিক পুলিশের টি আই জিয়াউল হায়দার জানান টানা ৩ দিনের ছুটির কারণে বাড়তি যানবাহনের চাপ রয়েছে পদ্মা সেতু এলাকায়,তবে এইসব যানবাহনের মধ্যে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।