ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ,ফেনী:
ফেনী সরকারি কলেজে বধ্যভূমি স্মৃতি স্তম্ভ ও মুক্তমঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার ( ১৪ নভেম্বর ২০২২) সকাল ১১ টায় উক্ত কাজের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় তিনি বলেন, ফেনী বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহবানে ফেনী জেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ জীবনের মায়া ত্যাগ করে বীরত্বপূর্ণ অবদান রাখেন। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় ফেনী জেলার ৩১ জন বীর মুক্তিযোদ্ধা’কে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়।
ফেনী কলেজ বধ্যভূমি ফেনীবাসীর জন্য অত্যন্ত বেদনার ও আবেগের স্থান। এই স্থানে পাকিস্তানী হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করে অগনিত মুক্তিকামী নারী-পুরুষ ধরে এনে একটি ফুটবলের গোলবারে বেধে নির্মম নির্যাতন করে হত্যা করে। শুধু তাই নয়, এই ক্যাম্পে পাক হানাদার বাহিনী একটি বাঘ লালন করতো। সেই বাঘের খাচায় মুক্তিকামী মানুষকে ঢুকিয়ে দিয়ে খাচার ভিতর কিভাবে কামড়িয়ে মানুষ হত্যা করতো। তা তারা উপভোগ করতো। এটা খুবই ধিক্কারজনক।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ১৯৭১সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। আগামী ২৫ মার্চে পূর্বেই এই বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চের পূর্নাঙ্গ কাজের শুভ উদ্বোধন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন রফিক উস ছালেহীন, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফেনী কলেজের শিক্ষক মন্ডলী, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।