খাগড়াছড়ি জেলা ইজতেমা বৃহস্পতিবার শুরু
আখেরি মোনাজাত শনিবার
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি মার্কাজ মসজিদে দাওয়াতে তাবলীগের জেলা ইজতেমা বিশ্ব ভারতের নিজামুদ্দিন মার্কাজের তত্বাবধানে শুরু হচ্ছে বৃহস্পতিবার। ফজরের পর থেকে শুরু হবে প্রাক বয়ান। বুধবার থেকেই বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা আসতে শুরু করেছে । শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে খাগড়াছড়ি জেলা ইজতেমা।
৩,৪,৫ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার খাগড়াছড়ি জেলা ইজতেমা উপলক্ষে জিরো পয়েন্ট সংলগ্ন পাহাড়ের চূড়ায় মার্কাজ মসজিদ ও আশপাশ এলাকা সমুহে মুসুল্লিদের জন্য এবাদত ছাউনি ,অযুখানা পানি ও পয়ঃনিস্কাশণের ব্যবস্থা করেছে জেলার বিভিন্ন উপজেলার নিজামুদ্দিন মার্কাজ অনুসারী তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবীগন।
খাগড়াছড়ি জেলা আহলে শুরা ফয়সাল জিম্মাদার মোঃ মোখলেসুর রহমান, মোঃ আবুল কাশেম, হাজী মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ জানান, জেলার বিভিন্ন উপজেলার নিজামুদ্দিন মার্কাজ অনুসারী তাবলীগ জামাতের সাথীগনের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ইজতেমার মাঠের কাজ সম্পুর্ন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা আহলে শুরা জিম্মাদার মাওলানা মোঃ শামীম জানান, জেলা ইজতেমায় বাংলাদেশের আমলী মার্কাজ কাকরাইল, ও চট্টগ্রাম এবং নোয়াখালী সহ তিন পার্বত্য জেলার তাবলীগ জামাতের মুরুব্বিগন অংশ গ্রহণ করে কুরআন ও সুন্নাহ এর আলোচনা করবেন।