রামগড়ে বিজিবির অভিযানে শাড়ী ও মদ জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পৃথক অভিযানে সীমান্ত পথে দিয়ে আসা ভারতীয় মদ ও শাড়ী জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২৪ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকেলে রামগড়ের লাচারী পাড়া বিওপির পিলাক ছড়া নামক স্থানে মালিকানা বিহীন ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে বিজিবি টহল দল।
এর আগে সকালে অপর অভিযানে ব্যাটালিয়নে আওতাধীন রামগড় থানার বাজার পোষ্ট নামক স্থান হতে মালিকানাবিহীন ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
জব্দকৃত মদ রামগড় থানায় অভিযোগ দায়ের করে জোন সদরে জমা করা হয়েছে এবং জব্দকৃত শাড়ী সিতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, ‘সীমান্ত পথে আসা এবস মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সবোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল অপকর্ম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।