Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

মাইনী নদীতে নৌকা ডুবিতে একজনের মৃত্যু

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : জেলার দীঘিনালায় মাইনী নদীতে নৌকা পাড়া পাড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছেন ও অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উদাল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নৌকায় নদী পাড়াপাড়ের সময় গভীর স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।

এতে পুষ্পা চাকমা (৬০) এক নারী যাত্রী নিহত হয়েছে। এছাড়াও ০১জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত নারী পুস্পা চাকমা (৬০) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ‘নৌকা ডুবতে দেখে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে ৮- ১০ জনকে উদ্ধার করে নদীর পাড়ে তুলে। এসময় গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, ‘নৌকা ডুবি ঘটনায় পুষ্পা চাকমা (৬০) নামে ০১ জনের মৃত্যু হয়েছে ও ০১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

দীঘিনালা থানার ডিউটি অফিসার উপ- পুলিশ পরিদর্শক প্রেমানন্দ মন্ডল জানান, ঘটনাস্থলে অফিসার সহ ফোর্স গিয়েছে। এখনো বিস্তারিত জানা নাই।

Related Articles

Back to top button