Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ
নানিয়ারচরে তৃনমূল মানুষের জন্য সংস্কৃতি অনুষ্ঠান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নানিয়ারচর , রাঙামাটি : জেলার নানিয়ারচরে তৃনমূল মানুষের জন্য সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।
০৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নানিয়ার চর ছায়া মঞ্চে এই সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে নানিয়ার চর জোন অধিনায়ক ল্যাঃ কর্ণেল রুবাইয়াত হোসাইন পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সারোয়ার কামাল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনতোষ দত্ত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পীরা গান, নাটক ও নৃত্য কৌতুক পরিবেশন করে।