Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য অঞ্চলে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন ২০২২ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) -র আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

সামাজিকভাবে গড়ে উঠা পুরুষ ও নারীর সামাজিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা ও মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কর্মশালায় ইপসা খাগড়াছড়ি জেলা প্রজেক্ট কো- অর্ডিনেটর মোহাম্মদ মহিন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা , মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , ইউএডিপি প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন প্রমুখ সহ উপজেলার সরকারী কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button