পানছড়িতে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি : মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের নব গঠিত উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
৩ জুন ২০২২ শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের হলরুমে মোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার, সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মুহাম্মদ রমজান আলী, পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান অলি সহ ২১সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নবগঠিত কমিটির অনুমোধিত সদস্যের পরিচিতি ঘোষনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।