Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

হাট হাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ; শিশু সহ আহত তিন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী ,চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে অটো রিকসা ও মোটর সাইকের মুখোমুখি সংর্ঘষে ঝিনু আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক সহ নিহতের দুই সন্তান আহত হয়েছে।

বৃহস্পতিবার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ির প্রবাসী হাবিবুল্লাহ স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৫ টার সময় নিহত গৃহবধু তার সন্তানদের নিয়ে চারিয়া এলাকা থেকে তার আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে অটো রিকসা যোগে হাট হাজারীর দিকে আসছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটো রিকসার যাত্রীসহ চারজন গুরুতর হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝিনু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত গৃহবধুর সন্তান তাসনিয়া (৩) ও মহিদ (৮) ও মোটর সাইকেল আরোহী সাইফুল আমিন (১৮) আঘাত গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হিমু মজুমদার সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কে রাত ৮ টার দিকে উপজেলার কলেজ গেইট সংলগ্ন নাফিতের ঘাটা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জাহিন (১৪) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাহিন ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের সফর আলী গোমাস্তার বাড়ির জহির মিয়ার পুত্র।

Related Articles

Back to top button